ঢাকারবিবার , ১২ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

নবীগঞ্জ রোটারী ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোঃ গোলাম রহমান লিমন
জানুয়ারি ১২, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের নবীগঞ্জ রোটারী ক্লাব অব এর উদ্যোগে নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩ শতাধিক গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
গতকাল শনিবার ১১ই জানুয়ারি রোটারী ক্লাব অব নবীগঞ্জ এর সভাপতি মাহফুজুর রব রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তনুজ রায়ের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারীয়ান ডাঃ শফিকুর রহমান পিএইচএফ (সাবেক ইপিআই প্রোগ্রাম ম্যানাজার, মহাখালী ঢাকা ও সাবেক সিভিল সার্জন হবিগঞ্জ), সাবেক সভাপতি রোটারীয়ান ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব (সাবেক উপ-পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা ও সাবেক তত্ত্বাবধায়ক হবিগঞ্জ সদর হাসপাতাল), সাবেক সভাপতি রোটারিয়ান ডাঃ তাপস আচার্য্য, সাবেক সভাপতি রোটারীয়ান রঙ্গ লাল রায়, এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারীয়ান শুভাশিষ চক্রবর্তী, রোটারীয়ান জেসমিন আক্তার। সার্বিক সহযোগিতা করেন আলী আমজদ মিলন, প্রধান শিক্ষক নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।