ঢাকারবিবার , ১২ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

পৌষ সংক্রান্তি মানেই পিঠাপুলির আনন্দ

দ্বীপংকর শীল সৌরভ
জানুয়ারি ১২, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

পৌষ সংক্রান্তি মানেই বেড়াঘর পুড়ানো –  পিঠাপুলির আনন্দ বহুগুন বেড়ে যায়। সংক্রান্তির দিন থেকে সাপ্তাহ চলে পিঠাপুলির উম্মাদনা। পৌষ সংক্রান্তির এই দিনটিকে পালনে প্রস্তুত হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা। এছাড়াও সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগম্ভীর্যে এই দিনটিকে পালন করে থাকবেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) পৌষ সংক্রান্তি। ১০/১৫ দিন আগ থেকেই বেড়াঘর তৈরি ও পিঠাপুলির আয়োজন  করা হচ্ছে এ উপজেলাতে। বড়াইল গ্রামের বাসিন্দা শিক্ষক বাবুল শীল বলেন, সংক্রান্তি আগের দিন মায়েরা  ও নববধূরা ঘরের ভিতর, বাড়ির উঠানে চাউলের গুঁড়া দিয়ে বিভিন্ন ডিজাইনের আলপনাসহ নানা রকমের পিঠাপুলি তৈরিতে তারা ব্যস্ত সময় পার করেন। শিক্ষার্থী সুদীপ্ত দেব বলেন, আমরা সমবয়সী ১০/১৫ জন মিলে বেড়াঘর তৈরি করেছি। সংক্রান্তির আগের দিন বেড়াঘরে ঠাকুর পূজা, কীর্তন, খানাপিনাসহ সারারাত যাপন করে সংক্রান্তির দিন ভোর সবাই স্নানটান করে বেড়াঘর পুড়ানো হবে। বিপ্রশ্রী গৌরব ডাঃ কালিপদ আচার্য্য বলেন, গঙ্গাপুত্র ভীষ্ম ছয় মাস তীরে শয্যায় শুয়ে উত্তরায়ণের জন্য অপেক্ষা করেছিলেন এবং মকর সংক্রান্তির দিনে আত্মাহুতি  দিয়েছিলেন। ভীষ্ম পিতামহ মৃত্যুর বর পেয়েছিলেন। পৌষের শেষের দিনটিই উত্তরায়ণ, আলন্তি বা মকর সংক্রান্তির দিন আমরা পালন করে থাকি। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।