হবিগঞ্জের আজমিরীগঞ্জে জলসুখায় পৌষ সংক্রান্তি উপলক্ষে কালভৈরব মন্দির মাঠে দুইশো বছরের ঐতিহ্যবাহী মেলা জমেছে। আজ সোমবার থেকে শুরু হয়েছে। কাল মঙ্গলবার পর্যন্ত এ মেলা থাকবে।

উপজেলার জলসুখা ইউনিয়নের কালভৈরব মন্দির মাঠে প্রতিবছরের ন্যায় মকর সংক্রান্তি উপলক্ষ্যে ২০০ বছরের ঐতিহ্যবাহী এ মেলায় শিশু ও কিশোরদের নাগরদোলা, ঘোড়ার দৌড়,চটপটি,ফুচকার দোকান সহ, ছোটদের খেলনা,মহিলাদের সাজসজ্জা, কসমেটিকস সহ কাপড়,ফলের, চিরা,মুড়ি, মিষ্টির, দোকানসহ নানা দোকান এই মেলায় বসছে। মেলায় হাজার হাজার নারী – পুরুষের ভিড় জমেছে। পুলিশ প্রশাসনের পক্ষে এ মেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।