ঢাকাসোমবার , ১৩ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

চুনারুঘাটে অনূর্ধ্ব ১৭ বালক গোল্ডকাপ জাতীয়  ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মিজানুর উজ্জল
জানুয়ারি ১৩, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের  চুনারুঘাটে উপজেলা পরিষদের উদ্যোগে অনূর্ধ্ব ১৭ বালক জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলার দক্ষিনা চরন পাইলট উচ্ছ বিদ্যালয় মাঠে টূর্নামেন্টটি  উদ্বোধন হয়েছে। শফিউল আলম শাফীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিন মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভূমি)  মাহববুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি টলু তালুকদার, সাধারন সম্পাদক মীর সিরাজ আলী, উপজেলা জামায়াত আমীর মাওলানা ইদ্রীস আলী, সেক্রেটারী সায়েব আলী মীর, সাবেক  মেয়র নাজীম উদ্দিন শামসু, ৫ নং শানখলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম, বিএনপি নেতা শামসুল হক, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তুফাজ্জল মিয়া, যুবদল নেতা মাসুম,যুবদল নেতা রাসেল তালুকদার,  ছাত্রদল নেতা শাহনেয়াজ, ছাত্রদল নেতা সাইফুর সুজন, সাংবাদিক আলাউদ্দিন, সাংবাদিক সাজিদ, সাংবাদিক উজ্জল প্রমুখ। টুর্নামেন্টে ১০ টি ইউনিয়ন এবং একটি পৌরসভা অংশগ্রহন করেছে। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে রানীগাঁও ইউনিয়ন বনাম শানখলা ইউনিয়ন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।