ঢাকারবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে ৮৮ পিস ইয়াবা নারী আটক

প্রতিদিন বাংলাদেশ
ডিসেম্বর ২২, ২০২৪ ৫:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির, (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৮ পিস ইয়াবাসহ শিমু আকতার (২৫) নামে এক নারী ইয়াবা বিক্রেতাকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (২১ ডিসেম্বর)রাত ৮ টায় উপজেলার পাটগাঁও শিমুর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শিমু ওই গ্রামের আবুল হোসেনের মেয়ে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে পুলিশ ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। টের পেয়ে শিমুর বাবা বাড়ি থেকে আগেই পালিয়ে যায়। আটককৃত শিমু আক্তার স্বীকার করেছে, সে ও তার বাবা ইয়াবা ট্যাবলেট বিক্রির সাথে জড়িত। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটককৃত মাদক কারবারি শিমু আক্তারের নামে থানায় মাদক আইনে মামলা রুজু করে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।