ঢাকারবিবার , ১৯ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

চুনারুঘাটে বাসুদেব মন্দিরে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ

দ্বীপংকর শীল সৌরভ
জানুয়ারি ১৯, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জঃ জেলার চুনারুঘাট উপজেলার হাতুন্ডা এলাকায় শ্রীশ্রী বাসুদেব মন্দির অঙ্গনে (৬ দিন) ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদিসহ শ্রীশ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২৪ জানুয়ারি শুক্রবার হতে ২৬ জানুয়ারি রোববার পর্যন্ত স্বাধ্যায়যজ্ঞ, শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, ধর্ম সভা, পদকীর্তন, লীলা কীর্তনসহ বিভিন্ন অনুষ্ঠানাদি চলবে।

২৭ জানুয়ারি সোমবার হতে ২৯ জানুয়ারি বুধবার পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে।

লীলা কীর্তনীয়া দলগুলো হচ্ছে – শ্রীশ্রী বিষ্ণু প্রিয়া সম্প্রদায় সিলেট জলি রাণী পাল এবং লাবনী সরকার বগুড়া। পদ কীর্তনীয়া বিনয় সূত্রধর চুনারুঘাট। নাম কীর্তনীয়া দলগুলো হচ্ছে – শ্রীশ্রী জীবন কৃষ্ণ সম্প্রদায় ঢাকা, শ্রীশ্রী মীরার গিরিধারী সম্প্রদায় ও শ্রীশ্রী কৃষ্ণ পূজা সম্প্রদায় গোপালগঞ্জ, শ্রীশ্রী কানু সুন্দর সম্প্রদায় নেত্রকোনা, শ্রীশ্রী গোপাল সংঘ ও শ্রীশ্রী বাসুদেব সংঘ চুনারুঘাট।

৩০ জানুয়ারি বৃহস্পতিবার কীর্তনসহ মন্দির প্রদক্ষিণ, নগর পরিক্রমা, হরিলুট ও উৎসব সমাপন হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।