ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

বড়লেখায় তাফসীরুল কুরআন মাহফিলে আসছেন দেশ বরণ্যে আলেমগণ

অজিত দাস (বড়লেখা) মৌলভীবাজার
জানুয়ারি ২১, ২০২৫ ৫:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

অজিত দাস (বড়লেখা) মৌলভীবাজার

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের প্রাণকেন্দ্র নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদ ও ইসলামিক ফোরাম এর যৌথ উদ্যোগে আগামীকাল অনুষ্ঠিতব্য ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে আসছেন বর্তমান সময়ের ইসলামিক স্কলারবৃন্দ। উত্তর চৌমুহনী জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০ টা হইতে মধ্যেরাত পর্যন্ত ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে দেশ বরণ্যে মুফাসসিরে কেরামগণের তাফসীর পেশ করার কথা রয়েছ। তাফসীর মাহফিল পরিচালনা কমিটি সুত্রে জানা গেছে, প্রধান অতিথি হিসেবে রাত সাড়ে ৯ টায় তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি গোলাম কবির আযহারী ও প্রধান আলোচক বাদ এশা ঝিঙ্গাবাড়ি ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা হাফিজুর রহমান, বিশেষ আকর্ষণ হিসেবে রাত ১১ টায় তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান আল-আযহারী, মুফতি শামসুল ইসলাম পাটলী। এছাড়াও বাদ মাগরিব তাফসীর পেশ করবেন হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদী, বাদ জোহর হযরত মাওলানা হাবিবুল্লাহ জালালী, বিকেল আড়াই টায় হযরত মাওলানা খালেদ আহমদ ভানুগাছি এছাড়াও তাফসীর পেশ করবেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, হযরত মাওলানা লুৎফুর রহমান। এসময় তেলাওয়াত, ইসলামি সংগীত, গজল, হামদেনাথ পরিবেশন করবেন একঝাক তরুণ হাফেজ ও ইসলামি সংঙ্গীত শিল্পীবৃন্দ। তাফসীরুল কোরআন মাহফিল সরাসরি সম্প্রচার করবে বিভিন্ন অনলাইন চ্যানেল। উল্লেখ্য, নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদ ও ইসলামিক ফোরামের সভাপতি আলহাজ্ব ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান জানান, ১২ জানুয়ারি রোজ রবিবার অনুষ্ঠিতব্য ১ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে দেশ বরণ্যে মুফাসসীর কেরামগণ কুরআনের দাওয়াত নিয়ে আসবেন এবং মহাগ্রন্থ আল-কুরআন থেকে তাফসীর পেশ করবেন। ইতিমধ্যে এলাকাবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতায় আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল যথা সময়ে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। ইসলামিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন বলেন, আশেপাশের উপজেলা ও বিভিন্ন এলাকা থেকে প্রচুর লোক সমাগমের আশংকা করা যাচ্ছে। সেজন্য মাহফিল পরিচালনা কমিটি যানবাহনের পার্কিংসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এসময় তিনি মসজিদ পরিচালনা কমিটি ও ইসলামিক ফোরামের পক্ষ থেকে তাফসীর মাহফিলে উপস্থিত থাকার জন্য সকল তাওহিদী জনতার প্রতি বিনীত অনুরোধ জ্ঞাপন করেন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।