হবিগঞ্জের আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীতে মিললো মস্তিষ্কবিহীন মরদেহ। মঙ্গলবার সন্ধ্যায় এই মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, মস্তিষ্কবিহীন এই মরদেহ নদীর পাশে কাঁদামাটিতে প্লাস্টিকের বস্তা পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে অবগত করেন। পুলিশ মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
এ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাঈদুল হাছান বলেন, দুই হাতে পুঁথির মালা,অর্ধ ইট ,একটি প্লাস্টিকের বোতল, ইলেকট্রিক সাদা ক্যাবলসহ প্লাস্টিকের বস্তায় মোড়ানো মরদেহে পরিচয় শনাক্তে
ডিএনএ পরীক্ষা এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছি।
পুলিশের ধারণা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।