ঢাকাবুধবার , ২২ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

প্রতিদিন ডেক্স
জানুয়ারি ২২, ২০২৫ ৬:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে জয় পেয়েছে আল নাসর। আল খালিজকে ৩-১ গোলে হারিয়েছে রোনালদোর দল।

সৌদি প্রো লিগে মঙ্গলবার প্রথমার্ধে কোন গোল পায়নি আল নাসর। ম্যাচের ৬৫ মিনিটে রোনালদোর গোলে প্রথম লিড পায় নাসর। ম্যাচে ৮০ মিনিটে সমতা আনে আল খালিজ। তবে এক মিনিট পর সুলতান আল-ঘানামের গোলে আবারো লিড নেয় নাসর। আর ইনজুরি সময়ে রোনালদো নিজের দ্বিতীয় গোল করলে ৩-১ এর জয় পায় নাসর।

অন্যদিকে, এদিন গোল পাওয়ায়- ২০২৩ সালে আল নাসরে যোগ দেয়ার পর থেকে ক্লাবটির হয়ে ৯২ ম্যাচে ১০০ গোলে অবদান রেখেছেন রোনালদো। লিগে গোল করেছেন ৮২টি আর গোল করতে সহায়তা করেছেন ১৮টি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।