বিনোদন ডেস্ক
ঢালিউড সিনেমার আলোচিত চিত্রনায়ক নিরব হোসেন। ‘গোলাপ’ শিরোনামের একটি নতুন সিনেমার কাজ শুরু করেছেন। থ্রিলার ঘরানার গল্পে সিনেমাটি নির্মাণ করবেন সামসুল হুদা।
এরই মধ্যে সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়েছে। গোলাপ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন নিরব। অ্যাকশন ও পলিটিক্যাল থ্রিলার এ সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত এ অভিনেতা। ছয় মাস আগে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং করেছিলেন তিনি। এরপর এতদিন তার নতুন কোনো সিনেমার খবর ছিল না।
গোলাপ প্রসঙ্গে নিরব বলেন, ‘গোলাপ নামে এক নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। রাজনৈতিক পটভূমির গল্প। এমন গল্পে আমাকে আগে দেখা যায়নি। আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং। এ সময় দর্শক যেমন ভিন্নধর্মী গল্প দেখতে চান, এটি তেমনই।’ আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। এই কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।
সম্প্রতি ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেন নিরব। অনিক বিশ্বাসের গল্পে সিনেমাটি নির্মাণ করবেন শামসুল হুদা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।