ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

শ্রীমঙ্গলে বিদ্যুতায়িত হয়ে আহত তাল খাটাশ উদ্ধার

রুবেল আহম্মদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
জানুয়ারি ২৩, ২০২৫ ৫:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতের তারে জড়িয়ে আহত একটি গন্ধগোকুল (তাল খাটাশ) উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ ব্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বুধবার (২২ জানুয়ারি) শ্রীমঙ্গল বিটিআরআই উচ্চ বিদ্যালয় মাঠে আহত অবস্থায় তাল খাটাশটি পড়ে থাকতে দেখে শিপন নামের এক ব্যক্তি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দেন। খবর পেয়ে তাৎক্ষনিক ওই স্থানে গিয়ে আহত তাল খাটাশটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। সজল দেব জানান, গন্ধগোকুল Asian palm civet; ; বৈজ্ঞানিক নাম: Paradoxurus hermaphroditus) এশীয় তাল খাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছ খাটাশ নামে পরিচিত। তালের রস বা তাড়ি পান করে বলে তাড়ি বা টডি বিড়াল নামেও পরিচিত। এছাড়া লংগর বা পোলাওপ্রাণী নামেও অনেক অঞ্চলে পরিচিত এই প্রাণীটি।উদ্ধারের পর তাল খাটাশটিকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে শ্রীমঙ্গলস্থ বন বিভাগ কতৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।