ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

শ্রীমঙ্গলে ইয়াবা, দুই কারবারি গ্রেপ্তার

রুবেল আহম্মদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
জানুয়ারি ২৩, ২০২৫ ৫:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইয়াবাসহ দুই মাদক কারবারিক গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, গত বুধবার (২১ জানুয়ারি) থানার পুলিশ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল শহরের পৌর এলাকার শাপলাবাগ এলাকার মাদক কারবারি আলামিনের বসতঘর থেকে ইয়াবাসহ মাদক শাপলাবাগের দেলোয়ার হোসেনের ছেলে কারবারি মো. রুমন হোসেন হৃদয় (২২) ও সিন্দুখাঁন রোডের কাকিয়ারপুল এলাকার বজলু মিয়ার ছেলে রাজু মিয়া (২৩) কে গ্রেপ্তার করে। তল্লাশী চালিয়ে গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে ৭৫পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৫ হাজার উদ্ধার ১০০টাকা উদ্ধার করা হয়েছে।

এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।