ঢাকারবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ

মোরেলগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

প্রতিদিন বাংলাদেশ
ডিসেম্বর ২২, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এইচ এম শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামীম আহসান মল্লিক।শনিবার (২১ডিসম্বর) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের এক সভায় আহবায়ক এইচ এম শহিদুল ইসলামের সভাপতিত্বে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সদ্য বিদায়ী সভাপতি মোঃ আবু সালেহ এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন – সিনিয়র সহ-সভাপতি মোঃ রমিজ উদ্দিন শেখ, সহ সভাপতি, এস. এম. সাইফুল ইসলাম কবির, সহ-সাধারণ সম্পাদক হিসেবে শীব সজল জিশু ঢালী ও সহ সম্পাদক হিসেবে মোঃ এখলাস শেখ, অর্থ ও প্রচার সম্পাদক হিসেবে মোঃ নাজমুল, তথ্য ও দপ্তর সম্পাদক হিসেবে তাইজুল ইসলাম বাবলুকে নির্বাচিত করা হয় এছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্য হিসাবে যথাক্রমে এম এ জলিল, মোঃ আবু সালেহ, মেজবাহ ফাহাদ,মোঃ রফিকুল ইসলাম নির্বাচিত হন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।