ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুক্রবার (২৪ জানুয়ারি) ২ টি দোকানের তালা ভেঙে প্রায় ৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে,উপজেলার লেহেঙ্গা ইউনিয়নের গোগর বাজারের মুদিখানার দোকানের মালিক নওসাদ ও মের্সাস নাফিসা ট্রেডার্স এন্ড বীজ ভান্ডারের মালিক আবু হানিফের দোকানে এ চুরির ঘটনা ঘটেছে। দুই দোকানের মালিক বলেন, ঘটনার দিন দুপুরে জুমার নামাজ পড়তে যাওয়ার আগে দোকানের সাটারের তালা লাগিয়ে আমরা মসজিদে নামাজ পড়তে যাই। এসে দেখি দোকানের সাটারের তালা ভেঙে ক্যাশে রাখা দুই দোকানে প্রায় ৩ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। দোকানের সিসিটিভির ক্যামরার ভিডিও ফুটেজে দেখা গেছে, দুপুরে নামাজের সময় দোকানের আশপাশে হেলমেট পড়া চারজন ব্যক্তি ঘোরাঘুরি করছিল। নামাজের সময় দোকানের ভেতর থেকে সেই ব্যক্তিরাই টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে এমন দৃশ্য সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গেছে। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক মুঠোফোনে জানান, আমরা প্রাথমিকভাবে শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।