ঢাকাশনিবার , ২৫ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

পঞ্চগড়ে তারুণ্য উৎসবেমাতলো গণমাধ্যমকর্মীরা

রফিকুল ইসলাম, পঞ্চগড়
জানুয়ারি ২৫, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ে চলছে মাসব্যাপী তারুণ্য উৎসব। এই উৎসবে এবার জেলার প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের জন্য আয়োজন করা হয় ক্রীড়া বিনোদনের ব্যাবস্থা। শুক্রবার পঞ্চগড় স্টেডিয়ামে দিনভর চলে নানা আয়োজন। সকালেরে শুরুতে গণমাধ্যম কর্মীদের শিশু সন্তানদের নিয়ে আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলার। প্রতিযোগিতায় অংশ নিয়ে উচ্ছসিত শিশু কিশোররা। বিকেলে গণমাধ্যমকর্মীদের জন্য পেনাল্টি শুট ও হাড়িভাঙা খেলার আয়োজন করা হয়।গণমাধ্যমকর্মীদের স্ত্রীদের জন্য আয়োজন করা হয় দুর্ভাগ্য বালিশ প্রতিযোগিতার। পরিবার নিয়ে পুরো প্রতিযোগিতায় দারুন উপভোগ করে গণমাধ্যমকর্মীরা। খেলা পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রহিম। স্টেডিয়ামের পুরো মাঠ পরিণত হয় গণমাধ্যমকর্মীদের মিলনমেলায়। দিন শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ইমাম রাজি টুলু। এছাড়া ক্রীড়া  বিনোদনে অংশ নেয়া প্রত্যেক গণমাধ্যমকর্মী ও পরিবারের সদস্যদের সৌজন্য উপহার তুলে দেয় জেলা প্রশাসন। এর আগে গণমাধ্যমকর্মীদের ক্রীড়া বিনোদন পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণি, জেলা প্রশাসক সাবেত আলী, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম ও পঞ্চগড় আদালতের পিপি আদম সুফী। জেলা প্রশাসক সাবেত আলী বলেন, গণমাধ্যমকর্মীরা কঠোর পরিশ্রম করে সংবাদ পরিবেশন করে থাকে। বেশিরভাগ গণমাধ্যমকর্মী বিনোদনের সুযোগ পান না।তারুণ্যের উৎসবে আমরা চেয়েছি গণমাধ্যমকর্মীরাও তাদের পরিবার পরিজন নিয়ে এই বিনোদনে অংশ নিক। সবার অংশগ্রহণ তারুণ্যের উৎসবকে আরও সমৃদ্ধ করেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।