ঢাকাশনিবার , ২৫ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা

ব্রাহ্মণবাড়িয়া থেকে মইনুল ভূঁইয়া
জানুয়ারি ২৫, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

খননের প্রতিশ্রুতির জালে আটকে থাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কালন্দি খালে প্রাণ ফিরতে শুরু করেছে। এবারের বর্ষাতেই এ খালে বইবে জলধারা-এমনটাই আশা করা হচ্ছে। কালন্দি খালে জলধারা বওয়া মানে একদিকে কৃষকের স্বস্তি ও অন্যদিকে এলাকার জলপ্রবাহে গতি বাড়া। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানা গেছে, নারায়ণ সেতু থেকে থানা পর্যন্ত সেতু নাগাদ ১৫১০ মিটার খালের খনন হবে। খালের প্রশস্ত হবে ১০ ফুট। জায়গার অবস্থা বুঝে পাঁচ থেকে ছয় ফুট গভীর করে খালটি খনন করা হবে। এ প্রকল্পে মোট ব্যয় প্রায় ২৭ লাখ টাকা। জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ফেব্রুয়ারির মধ্যেই শেষ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কালন্দি খাল আখাউড়া স্থলবন্দর থেকে শুরু হয়ে পৌর এলাকার সড়ক বাজার দিয়ে তিতাসে গিয়ে মিলেছে। তবে খালের দুই কিলোমিটারের বেশি অংশ পানি চলাচলের অনুপযোগী হয়ে আছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে খালটির অবস্থা একেবারে নাজুক। কিছু অংশে গত কয়েকবছর ধরে পানিই দেখা যায় না। এ খাল দিয়ে পানি প্রবাহ নেই বিধায় সড়ক বাজার এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। চলমান অংশটুকুর কাজ থেকে বাকি অংশও কাজ করা হবে বলে আশা করছেন এলাকার লোকজন। একটি খালটি খননে গত এক যুগ ধরে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ হচ্ছিলো না। শুক্রবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নারায়ণপুর বাইপাস পার হয়ে আখাউড়া-আগরতলা সড়কের পাশের এলাকায় খাল খননের কাজ পুরোদমে চলছে। ২০০ মিটারের মতো বেশি অংশ ইতিমধ্যেই খনন করা হয়েছে। সেখানে পানি টলমল করছে। তবে খালের উপর অতিরিক্ত হারে থাকা সেতু ও দখল হয়ে যাওয়া কিছু জায়গা কাজের ব্যাঘাত ঘটাবে বলে সংশ্লিষ্টরা জানান। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড খাল খননের কাজ শুরু করেছে। এই কাজের পর বাকি যে ৭০০ মিটার অংশ বাকি থাকবে সেটির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পুরো অংশের কাজ হলে পানি প্রবাহ বাড়বে ও জলাবদ্ধতাসহ নানা সমস্যার সমাধান হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।