ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বার্তাকক্ষ
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কয়েকটি ফেইসবুক আইডি, অনলাইন পোর্টাল ও স্থানীয় পত্রিকা “দৈনিক বিজয়ের প্রতিধ্বনি” তে আমরা দেখতে পেলাম আমার যে, আমাদের সাব-রেজিস্ট্রার জনাব, আবদুস সোবহান মহোদয়ের নামে মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা অভিযোগ এনে জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে কয়েকজন অসাধু দলিল লেখক এই কাজ করে যাচ্ছেন। আসল তথ্য গোপন করে তাদের ব্যাক্তিগত উদ্দেশ্য হাসিল করার জন্য এমন মিথ্যাচারে লিপ্ত হয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমাদের স্যারকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করছেন যা আসলেই খুবই বিভ্রতকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম দলিল লেখক ঈসা খাঁনের নেতৃত্বে তার ঘনিষ্ট আরও ৪/৫ জন দলিল লেখক ও স্থানীয় কিছু মানুষ জড়ো করে মানববন্ধন করেছেন, যা আমাদের দলিল লিখক সমিতির নেতৃবৃন্দ কেউই অবগত নই। দলিল লিখক ঈসা খাঁন, যার সনদ নং ৫৫২/১০। তিনি সাব- রেজিস্ট্রার অফিস ঢাকা সদর এর একজন দলিল লেখক, প্রতিবছর ডিসেম্বর মাসে আমাদের প্রত্যেকের সনদ নির্ধারিত লাইসেন্স ফি ও ভ্যাট সরকারি কোষাগারে জমা দিয়ে নতুন বছরের জন্য নবায়ন করতে হয়। গত সপ্তাহে ঈসা খান রেজিস্ট্রির জন্য দলিল দাখিল করিলে সাব রেজিস্ট্রার স্যার ঈসা খাঁন কে তার পূর্ববর্তী বছরে নবায়নকৃত লাইসেন্সের কপি দেখতে চান। চুনারুঘাট সাব রেজিস্ট্রি অফিসের সকল দলিল লেখকের লাইসেন্সের তথ্য পাওয়া গেলেও একমাত্র দলিল লিখক ঈসা খাঁনের লাইসেন্সের নবায়নের কোন তথ্য আমাদের অফিসে না থাকায় স্যার তাকে নবায়নকৃত লাইসেন্সের ফটোকপি জমা দিতে বলেন। এতেই ঈসা খাঁন ক্ষিপ্ত হয়ে অফিসের ভিতরেই উচ্চস্বরে স্যারকে উদ্দেশ্য করে নানা রকম অশ্লীল, অশ্রাব্য, অকথ্য ভাষার কথাবার্তা শুরু করেন নানা রকম হুমকি ধামকি দেন এবং ক্ষমতার দাপট দেখান। ঐ দিন রাতেই স্থানীয় বিভিন্ন জনের ফেইসবুক আইডি থেকে অনলাইন পোর্টাল “হবিগঞ্জের আলো” তে মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা অভিযোগ এনে মান হানিকর সংবাদ প্রচার করা হয়। গত ০২/০২/২০২৫ ইং তারিখের স্থানীয় পত্রিকা “দৈনিক বিজয়ের প্রতিধ্বনি” একই সংবাদ প্রচার হয়। যা পুরোপুরি ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট, এবং উদ্দেশ্য প্রনোদিত। আমরা চুনারুঘাট সাব রেজিস্ট্রি অফিসের দলিল লিখক সমিতির কেউ এ ব্যাপারে অবগত নই। আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।