ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

ছাতক সরকারি হাইস্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা

ছাতক থেকে প্রতিবেদক
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদের সভাপতিত্বে ও শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় পুরস্কার বিতরণী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আরজু মিয়া, প্রাক্তন শিক্ষক দিলীপ রঞ্জন দে, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তমাল পোদ্দার, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মুকিত, মোঃ মনিরুজ্জামান, সাবিকুন নাহার, লায়লা আঞ্জুমান আরা, সুমি রানী চৌহান, মো.আবুল কালাম, সুব্রত দাস, তন্ময় চৌধুরী তপু। সভা শেষে হামদ-নাত, জাতীয় সংগীত, কিরাত, নৃত্য, গজল, গীতাপাঠ, কবিতা আবৃত্তি, অভিনয়, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।