ঢাকাশনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

চুনারুঘাটে ক্লিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বার্তাকক্ষ
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

জসিম উদ্দিন, চুনারুঘাট প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ক্লিন ফাউন্ডেশনের ১ বছর অতিক্রম করে ২য় বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৫ ফেব্রুয়ারী শনিবার) সকাল ১১ ঘটিকায় চুনারুঘাট কলেজ গেইট সংলগ্ন রোকসানা কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

শুরুতেই মুফতি ফরিদ উদ্দিন মাসউদের কুরআন তেলাওয়াত ও কেক কাটার মাধ্যমে সভার উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লিন ফাউন্ডেশন উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী প্রভাষক মোহাম্মদ আবদুল করিম। ক্লিন ফাউন্ডেশনের উপদেষ্টা আমীর হোসেন সোহাগের মনোমুগ্ধকর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিআরডির চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ সাজিদুল ইসলাম, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক খন্দকার আলাউদ্দিন, রানীগাও মাসুদ চৌধুরী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল ইসলাম তোতা, প্রধান শিক্ষক আইয়ূব আলী, মাস্টার রাকিবুল আলম চৌধুরী ,মাস্টার বশির আহমেদ,বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন, মাওলানা আব্দুল মতিন, সমন্বয়ক তোফাজ্জুল মিয়া, সাংবাদিক এস আর রুবেল মিয়া, সাংবাদিক মাসুদ আলম, সাংবাদিক জসিম মিয়া, মুক্তার হোসেন, মাসুক মিয়া, ক্লিন ফাউন্ডেশন এর ৫নং শানখলা উইনিয়ন এর সভাপতি আবুল কাশেম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্লিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

বক্তাগন চুনারুঘাট ক্লিন ফাউন্ডেশন এর ভূয়সী প্রশংসা করে বলেন চুনারুঘাট ক্লিন ফাউন্ডেশন বিগত ১ বছর চুনারুঘাটকে পরিচ্ছন্ন রাখতে নিষ্ঠার সাথে কাজ করে আসছে। চুনারুঘাট পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু ক্লিন ফাউন্ডেশন এর নয় এর দায়িত্ব চুনারুঘাটের সকল জন সাধারণের। সমাজের প্রতিটি স্তরের জনগণ যার যার অবস্থান থেকে সচেতন থেকে একটি শহর কিংবা একটি উপজেলাকে পরিচ্ছন্ন রাখার আহবান জানান। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মোঃ মোক্তার হোসেন। এরপর মধ্যান্থভোজের মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘটে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।