ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ

চুনারুঘাটে চলাচলের রাস্তা জোরপূর্বক দখলের অভিযোগে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

বার্তাকক্ষ
মার্চ ১, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

চুনারুঘাট প্রতিনিধিঃ

চুনারুঘাটে নিজের ক্রয়কৃত সম্পত্তি উপর চলাচলের একটি রাস্তা এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন এক ভোক্তভোগী নারী। আজ (১ মার্চ) শনিবার বিকাল ৩টায় চুনারুঘাট প্রেসক্লাবে লিখিত অভিযোগে এ তথ্য জানান ওই নারী।

লিখিত অভিযোগ থেকে জানাযায়, উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের নাজমা আক্তার তার প্রবাসী তিন সন্তান জামাল মিয়া, জালাল মিয়া ও আলাউদ্দিন তারা সবাই মিলে  কালিশিরি গ্রামে জমিক্রয় করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

উক্ত জমির নামজারি খাজনাসহ সমুদয় কাগজপত্র তার ছেলেদের নামে রয়েছে। তারপরও একই গ্রামের প্রভাবশালী সায়েদ আলী, আঃ হান্নানসহ গংরা সেই জমি নিজেদের দাবী করে জমির উপর নির্মিত রাস্তা দখলে নিয়ে এত গাছ গাছালি লাগানোর চেষ্টা অব্যাহত রেখেছেন।

এ নিয়ে নাজমা আক্তার বিগত বছরের ২৬ ডিসেম্বর আদালতে একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে চুনারুঘাট সহকারী কমশিনার (ভুমি) মাহবুব আলম মাহবুবকে নির্দেশ দেয়া হয়। তিনি বিশগাঁও ভুমি অফিস থেকে একটি প্রতিবেদন দাখিল করার জন্য প্রেরণ করেন।

কিন্ত ওই প্রতিবেদনটি দখলকারীদের পক্ষে দেয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে ওই নারী অভিযোগ করেন। তিনি বলেন, ভুমি অফিসের চাহিদা মতো ৫০ হাজার টাকা দেয়ার কথা থাকলেও তিনি ১৫ হাজার টাকা প্রদান করার পরও ভুমি অফিসের লোকজন দখলকারীর সাথে আঁতাত করে প্রতিবেদন প্রদান করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমা আক্তার বলেন, বিশগাঁও ভুমি অফিসের মইনুল ইসলামের আর্থিক চাহিদা মেঠানোর পরও তিনি দখলকারীর পক্ষে প্রতেিবদন দিয়েছেন। তিনি সাংবাদিক সম্মেলনে পুনরায় নিরপেক্ষ তদন্ত করে প্রতিবেদন দেয়ার দাবী জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।