জসিম উদ্দিন, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও (চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকার সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাজী মুখলিছুর রহমান। মাহফিলে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন। রমজান মাসের তাৎপর্য এবং সামাজিক সম্প্রীতির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। মাওলানা কাজী মুখলিছুর রহমান তার বক্তব্যে বলেন, রমজান মাস সংযম ও আত্মশুদ্ধির মাস। এই মাসে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তিনি জামায়াতে ইসলামীর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে এই কর্মকাণ্ড আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন। ইফতার মাহফিলে আগত অতিথিরা জামায়াতে ইসলামীর এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশ গ্রহণ করার আগ্রহ প্রকাশ করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।