ধুনট (বগুড়া) কারিমুল হাসান
বগুড়ার ধুনট পৌর বিএনপির আয়োজনে সম্প্রতি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় ধুনট সরকারী নঈম উদ্দিন হাই স্কুল খেলার মাঠে পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বগুড়া- ৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক আহবায় গোলাম মোঃ সিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে জিএম সিরাজ বলেন, গত ১৬ বছরের শ্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশকে ধবংস করেছে। বিগত দিনে আমাদেরকে সমাবেশ করা তো দুরের কথা , মুখ খুলতে দেয় নাই। মামলা হামলা করে বিএনপির নেতা কর্মীদের ঘরছাড়া করেছিল। ৫ আগষ্ঠ ছাত্র জনতার গন আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্র অব্যহত রেখেছে। বর্তমানে সংখ্যলঘু ইস্যু সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শেখ হাসিনা ভারতে বসে মদি সরকারকে দিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। আজকের সমাবেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, আদিবাসী সহ সকল ধর্মের মানুষের উপস্থিতি প্রমান করে আমরা সকল জাতি ধর্ম বর্ন মানুষ মিলে মিশে আগামী দিনে বিএনপির নেতা তারেক রহমানের নির্দেশে শান্তি ও সম্প্রতির বাংলাদেশ বিনির্মান করতে পারো।
সমাবেশে বিশেষ অতিধি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, বিএনপির নেতা রফিকুল ইসলাম শাহিন, মোখফিজুর রহমান বাচ্চু, সানোয়ার হোসেন, হায়দার আলী হিন্দোল, রাশেদুজ্জামান উজ্বল, পুজা উৎযাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র সাহা, আদিবাসী নেতা হৃদয় বাগদি, স্বপন কুমার। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা বক্তব্য দেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।