ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ

সাপাহারে পুকুর দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

প্রতিদিন বাংলাদেশ
মার্চ ১১, ২০২৫ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)

সাপাহার উপজেলার তিলনী মরাপুকুর আশ্রয়নের সরকারি খাস পুকুর দখল নিয়ে গ্রামবাসীর দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয়ের পক্ষের লোকজন থানায় অভিযোগ দাখিল করেছেন।এরআগে বৃহস্পতিবার (৬ মার্চ ) সকাল ৯টার দিকে নওগাঁ জেলার সাপাহার উপজেলার তিলনী মরাপুকুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানা গেছে, লীজকৃত পুকুর সংক্রান্তে পূর্ব বিরোধের জের ধরিয়া পূর্ব পরিকল্পিত ভাবে দলবদ্ধ হইয়া আমাদের ভোগ দখলিয় পুকুরে অনধিকার প্রবেশ করিয়া আমাদের ঘিরিয়া ধরে। বিবাদী হুকুক দেয় যে, সালাকে আজকে পাইছি। আজকে ওদের শেষ করিয়া দে। হুকুম পাওয়া মাত্র তাহার হাতে থাকা বাঁশের লাঠি লোহার রড দিয়া আমার প্রতিবেশী মোসাঃ সায়েরা খাতুনকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া স্বজোরে আঘাত করে। উক্ত আঘাত ডান হাত দিয়ে প্রতিহত করে বিবাদী মোসাঃ সায়েরা খাতুনের ডান হাতে লাঠি দিয়া এলোপাতাড়ী ভাবে মারপিট করে বিবাদীর লাঠির আঘাতে মোসাঃ সায়েরা খাতুনের ডান হাত গুরুত্বর রক্তাক্ত জখমপ্রাপ্ত হইয়া মাটিতে পড়িয়া যাই। মো: আ: রহমান (৪৬) তাহার হাতে থাকা বাঁশের লাঠি দিয়া মোসাঃ সায়েরা খাতুনের পিঠে, মাজায়, তলপেটে মারিয়া গুরুত্বর জখম করে। সে সময় মোসাঃ মিরিনা খাতুন বাঁচানোর জন্য আগাইয়া আসিলে আ: রহমান তাহার হাতে থাকা লাঠি হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে স্বজোরে আঘাত মারে উক্ত আঘাতে মোসাঃ মিরিনা খাতুনের মাথার সামনের সাইড রক্তাক্ত কাটা জখম প্রাপ্ত হইয়া মাটিতে পড়ে যায়, তখন মিরিনা খাতুনের মাথা দিয়ে প্রবল বেগে রক্ত ঝরিতে থাকে। মিরিনা খাতুনকে আমার স্ত্রী মোসাঃ রিবিনা খাতুন বাঁচানোর জন্য আগাইয়া আসিলে বদিউজ্জামান (৪০) তাহার হাতে থাকা লাঠি দিয়া আমার স্ত্রীর বুকে, পিঠে, কোমরে, মাজায়, তলপেটে মারিয়া গুরুত্বর জখম প্রাপ্ত করে আমার স্ত্রী ৭ (সাত) মাসের গর্ভবতী: আমার স্ত্রী পেট নিয়ে চিৎকার করিতে থাকিলে মো: আনারুল ইসলাম (৩০) তাহার হাতে থাকা লাঠি দিয়া আমার স্ত্রীর পায়ে, পিঠে, মাজায় ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়া এলোপাতাড়ী ভাবে মারপিট করিয়া ছিলা, ফুলা গুরুত্বর জখম করে। অপরপক্ষের অভিযোগে জানা গেছে : বিবাদীর সহিত দির্ঘ দিন জাবত পৈত্রিক পুকুর নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে এরই এক পর্যায়ে উক্ত বিবাদীদ্বয় আমার বসতবাড়ীর সামনে আসিয়া আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমার ভাতিজা মোঃ আনারুল তাহাদেরকে গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদীদ্বয় ক্ষিপ্ত হইয়া তাহার হাতে থাকা লোহার রড দিয়া আমার তাকে এলোপাথাড়ী ভাবে মারপিট করিলে আমি বাধা দিতে গেলে বিবাদীগণ আমাকেও এলোপাতাড়ী মারধর করে। আমি আঘাত প্রাপ্ত হইয়া মাটিতে পড়িয়া গেলে উপরোক্ত সকল বিবাদী শরীরের বিভিন্নস্থানে কিলঘুষি ও লাথি মারিয়া ছিলাফোলা জখম করে। মারপিটের একপর্যায়ে বিবাদীগণ আমার স্ত্রী মোসাঃ পপি ও আমার চাচাতো বোন মাসেদা বাধা দিলে তাকেও এলোপাথাড়ী ভাবে মারপিট করিয়া গুরুত্বর ফুলা জখম করে।প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী জানায়, তিলনী মরাপুকুর আশ্রয়ন-২ নামে লিজ নিয়ে দীর্ঘদিন থেকে ১.০৭ একর আয়তনের তিলনী মরা পুকুরে মাছ চাষ করছেন আশ্রয়নে বসবাসরত লোকজন ও গ্রামবাসী। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিফ মাহমুদ বলেন, ‘পুকুরের দখল নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে মারামারি হয়েছে। দুই পক্ষই থানায় অভিযোগ করিয়েছে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।