চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।
চুনারুঘাটে বিজিবির অভিযানে ১৪ লাখ ৭৫ হাজার টাকা মুল্যের আতশবাজি জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ১০ মার্চ রাত ১০টায় সাতছড়ি বিওপি’র একটি টহল দল হাবিলদার মোঃ আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে সীমান্তবর্তী সেগুন বাগান নামক এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। মালিকবিহীন অবস্থায় ২,৯৮০ প্যাকেট ভারতীয় বিভিন্ন প্রকার আতশবাজি জব্দ করতে সক্ষম হয় বিজিবি। বিজিবি’র পক্ষ থেকে আটককৃত মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, “বিজিবি সব সময় দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।