হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ইমারত মিয়ার বাড়িতে ভাংচুর লুটপাট হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকাল আনুমানিক ৫টার সময় উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী ও অভিযোগকারী আহত বীর মুক্তিযোদ্ধা ইমারত মিয়া (৮০) ইনাতাবাদ গ্রামের মৃত মোজাফফর মিয়া পুত্র। আহত বীর মুক্তিযোদ্ধা ইমারত মিয়া মুঠোফোন জানান,আকষ্মিকভাবে বিকেলে একদল সন্ত্রাসীরা রামদা,চাইনিজ কুড়াল নিয়ে তার বসতঘরে প্রবেশ করে অতর্কিত হামলা, ভাংচুর ও লুটপাটের করে এবং তার গলায় রামদা ধরে রাখে।পাশের ঘরে থাকা তার মেয়ে দেখে হাউমাউ করে চিৎকার করলে তাকেও আহত করে সন্ত্রাসীরা।এবং নগদ অর্ধ লক্ষ টাকাসহ গলার হার ও মালামাল লুটপাট করে পালাতে চেষ্টা করে।তাৎক্ষণিকভাবে চিৎকার শুনে পাশের বাড়িসহ আশেপাশের লোকজন তাদের রক্ষা করলেও সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলা,ভাংচুর ও লুটপাটকারীদের কাউকে চিনতে পারছেন বা পূর্বপরিচিত কিনা জানতে চাইলে তিনি জানান,একই এলাকার আব্দুর নুরের পুত্র নাজিম (৩২),নাদিম (২৫), নিজাম (২০),এবং মৃত আব্দুর রহমানের পুত্র বুলবুল (৪২),নুর মিয়ার পুত্র আউয়াল মিয়া (৫০),মৃত মুখলেস মিয়ার পুত্র নুরুল হক(৫৫) ব্যক্তিরা এ ঘটনাটি ঘটিয়েছে। এবং তাৎক্ষণিকভাবে তিনি চুনারুঘাট থানায় অভিযোগ করলে চুনারুঘাট থানার এস আই স্বপনসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন ও রামদা জব্দ করে থানায় নিয়ে আসেন বলে জানান। এবিষয়ে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং পুলিশের একটি টিম পরিদর্শন করেন বলে জানান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।