নাগরিকের জাতীয় পরিচয়পত্র পরিষেবা নির্বাচন কমিশন থেকে অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। বৃহস্পতিবার দুপূরে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের ব্যানারে জেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচীতে জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাচন অফিসার কায়সার মোহাম্মাদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিগণ অংশ নেয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ২০০৭-২০০৮ সালে নাগরিকের ছবিসহ ভোটার তালিকা ও ডাটাবেজ তৈরি এবং পরবর্তীতে ওই ডাটাবেজের ভিত্তিতেই জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হয়। নির্বাচন কমিশন, সেনাবাহিনী এবং আই ডি ই এ টু প্রকল্পের আওতায় প্রায় তিন হাজার জনবল এর সাথে সরাসরি যুক্ত। অথচ হঠাৎকরেই এনআইডি পরিষেবা স্থানান্তরের অপচেষ্টা চালানো হচ্ছে। এতে ভোটার তালিকা বিশুদ্ধতা হুমকির মুখে পরবে ও গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। তাই নাগরিককে ভোগান্তির হাত থেকে রক্ষায় এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে দাবি করেন বক্তারা।
নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

স্থায়ী ক্যাম্পাস না থাকায় নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপূরে মেডিকেল চত্বর থেকে শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন শ্রেণির পেশার মানুুষ অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০১৮ সালে প্রতিষ্ঠিত নওগাঁ মেডিকেল কলেজের চালুর পর থেকেই বরাবরই প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। বড় মেডিকেল কলেজগুলোর মতো প্রায় সব সুবিধা থাকার পরও শুধু স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে এটি বন্ধের অনেক অপচেষ্টা চলছে। তাই ষড়যন্ত্র বন্ধ করে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানানো হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।