ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ

বাগেরহাটে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

প্রতিদিন বাংলাদেশ
মার্চ ১৩, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

এস এম রাজ,বাগেরহাট

জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা  মোহাম্মদ অলিউল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদ, সরকারি আমার মাজহারুল ইসলাম, সদর উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোঃ আবু সাইদ মল্লিকসহ বাগেরহাট জেলার বিভিন্ন নির্বাচন কর্মকর্তারা। মানববন্ধনে কর্মকর্তারা বলেন, জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সরিয়ে নতুন কমিশনের অধীনে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি। দাবি না মানা হলে আমরা কেন্দ্র ঘোষিত পরবর্তী কর্মসূচিতে অংশ নেব।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।