ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ

চুনারুঘাটে পাগল পেঠানোর ঘটনায় মামলা, ৪ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা

বার্তাকক্ষ
মার্চ ১৬, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধিঃ

চুনারুঘাটে পাগলকে পেঠানোর ঘটনায় দায়ের করা মামলায় ৪ আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। রবিবার মামলাটি দায়ের করেন সাংবাদিক নুরুল আমিন। মামলাটি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম মামলার আসামী মোতাল্লিব মিয়া,তার পুত্র বকুল,মকুল ও সেকুল নামের চার আসামী বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করেন। শুনানীকালে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বলেন,বাদি মামলা না করলেও আদালত স্বপ্রনোদিত আজ মামলা করতেন। তিনিও ভিডিওটি দেখেছেন বলে আইনজীবিদের জানান। বাদি পক্ষে এডঃ শাহ ফকরুজ্জামানসহ ১৫/২০ জন আইনজীবী শুনানীতে অংশ নেন। গত ১৩ মার্চ উপজেলার আসামপাড়া বাজারে মোস্তফা ফার্মেসীর কাছে আসামীরা অজ্ঞাতনাম পাগলকে প্রকাশ্যে বেধরক পিঠুনী দিয়ে আহত করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মহুর্তের মধ্যে ভাইরাল হলে চুনারুঘাট থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে আসে। খবর পেয়ে আসামীরা গা ঢাকা দেয়। পাগল পেঠানো ঘটনায় এলাকায় ক্ষোভ ও ঘৃনা ছড়িয়ে পড়ে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।