ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ

দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর জেলার সরিষাবাড়ীতে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক বজলুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের রওদাতুল আতফাল মাদ্রাসা এ ঘটনা সংঘটিত হয়। গ্রেপ্তারকৃত বজলুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ইউনিয়নের বজ্রাগ্রাম এলাকার বাসিন্দা ও রওদাতুল আতফাল মাদ্রাসার সহকারী শিক্ষক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার সাতপোয়া গ্রামের অবস্থিত রওদাতুল আতফাল মাদ্রাসায় শিক্ষক বজলুর রহমানের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠে। বিষয়টি জানাজানি হলে ওই এলাকার মানুষ অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে তাকে আটক করে থানায় নিয়ে যায়। একজন নির্যাতিতার মা বলেন, তার দশ বছরের বাচ্চাকে দুই মাস ধরে ধর্ষণ করে আসছিল কিন্তু আজ সে বিষয়টি প্রকাশ করেছে। ছেলেকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য এক ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, তার নয় বছরের ছেলেকে মাদ্রাসার একজন শিক্ষক চার মাস ধরে ধর্ষণ করে আসছে। ওই শিক্ষকের বিচার দাবি জানান তিনি। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নেয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।