ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বার্তাকক্ষ
মার্চ ১৬, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

জসিম উদ্দিন,চুনারুঘাট প্রতিনিধি ॥

হবিগঞ্জের চুনারুঘাটের রাজার বাজার থেকে দশ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ইকরতলী গ্রামের ফুল মিয়ার ছেলে মোঃ রুমন মিয়া (২২) এবং পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কামার হাওলা গ্রামের মনির মোল্লার ছেলে মোঃ মাসুক মিয়া (২০)। এসময় তাদের কাছ থেকে দশ কেজি গাজা ও গাজা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এরআগে রবিবার তাদেরকে গ্রেপ্তার করে থানার উপপরিদর্শক (এসআই) বিমল কান্তি দেব ও এএসআই জাকির হোসেন সহ একদল পুলিশ রাজার বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন।
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি নুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজার বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে চুনারুঘাট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।