ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ

হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের প্রতিবাদে ঢাকা সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ

বার্তাকক্ষ
মার্চ ১৭, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

জামাল হোসেন লিটন।।

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে চুনারুঘাটের নতুন ব্রিজে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সম্মেলিত নাগরিক কমিটির আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। রোববার (১৬মার্চ) সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে-ঢাকা সিলেট মহাসড়কের নতুনব্রীজে এলাকায় এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। সম্মিলিত নাগরিক সমাজ এর সভাপতি অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে এতে বক্ত ব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন ইকবাল, জেলা জামায়াতের মাওলানা মখলিছুর রহমান,সম্মিলিত আন্দোলনের সভাপতি পিযুশ চক্রবর্তী,সম্মিলিত নাগরিক সমাজের সাধারণ সম্পাদক শামছুল হুদা, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, শায়েস্তাগঞ্জের পৌর মেয়র আহমেদ অলি, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সহ সম্মিলিত নাগরিক আন্দোলন, জামায়াত,আহলে সুন্নাত ওয়াল জামায়াত,জেলা ছাত্রদল ও হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। ঘন্টাব্যাপী কর্মসূচিতে মহাসড়কের দু পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। এতে এক মিলোমিটার পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়। বক্তারা বলেন, স্বাস্থ্য উপদেষ্টাসহ অন্যান্য কর্মকর্তারা মানহীনতার অভিযোগ তুলে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়ন্ত্রে লিপ্ত হয়েছেন। এখানে মানহীনতার যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন ও বৈষম্যমূলক। মেডিকেল কলেজে বর্তমানে প্রায় ৩শত জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এর বিপরীতে রয়েছে ৫৫জন শিক্ষক ও কিউরেটর রয়েছে ২ জন। স্বাস্থ্য উপদেষ্টার এই ধ্বংসাত্মক পরিকল্পনায় হুমকির মুখে পড়েছে শিক্ষার্থীদের ভবিষ্যত। সরকার একতরফা সিদ্ধান্ত নেয়ার পায়তারা করছেন। তা কোনভাবেই জেলার ২৫ লাখ মানুষ মেনে নেবে না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।