ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ

মিরাশী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংঘঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বার্তাকক্ষ
মার্চ ২২, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

জসিম উদ্দিন, চুনারুঘাট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংঘঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিএনপি ও সকল অঙ্গ সংঘঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এড. আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এড. মনিরুল ইসলাম তালুকদার, সহ সভাপতি ও পিপি এড. আব্দুল হাই,আতিকুল কবির মাস্টার, উপদেষ্ঠা নুরুল ইসলাম ফটিক, সাধারন সম্পাদক এড. সিরাজ আলী মীর, সাংগঠনিক সম্পাদক ইন্জি আঃ করিম সরকার, জুবায়ের কবির চৌধুরী, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, কৃষি সম্পাদক গিয়াস উদ্দীন,সহ প্রচার সম্পাদক জসিম উদ্দীন মামুন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির মিয়া, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক তালুকদার, মিরাশী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আঃ মনাফ মেম্বার, সাধারন সম্পাদক আবু তাহের লীলম মিয়া, সহ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, জাকারিয়া তালুকদার,বিএনপি নেতা আফরোজ মিয়া, শামসু মিয়া কাদির মেম্বার, প্রমুখ। এই ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজ আলী মীর জানান, ইতিমধ্যে চুনারুঘাট উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তারেক রহমানের পক্ষে তৃনমূল নেতাকর্মীদের সাথে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। এ সকল ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এড. আমিনুল ইসলাম উপস্থিত থেকে তারেক রহমানের পক্ষে দেশবাসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।