ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ

রেড সেল ইন বাংলাদেশ এর উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ) :
মার্চ ২৩, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

“করবো মোরা রক্ত দান, বাঁচবে রোগী ফিরবে প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শতাধিক গরিব-অসহায় দুঃস্থদের মানুষের মাঝে (শাড়ি,লুঙ্গি ও টুপি) ঈদ বস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রেড সেল ইন বাংলাদেশ। রবিবার (২৩ মার্চ) মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সংগঠনে দায়িত্বশীলরা ছায়েদ মিয়া, আল আমিন খান রানা,সাকিবুল হাসান সেলিম ও জিয়া উদ্দিন জিয়া মিলে শতাধিক দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে। এসময় সংগঠনের স্বেচ্ছাসেবীরা বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছে তাদের প্রতিষ্ঠান। গরীব ও অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ঈদ বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ ইমন আহমেদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ছায়েদ মিয়া,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ব্রজ গোপাল সরকার, অর্থ সম্পাদক(ভারপ্রাপ্ত) মোঃ সাকিব খান প্রমুখ। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ ইমন আহমেদ বলেন, রেড সেল ইন বাংলাদেশ একটি রক্তদান ও সামাজিক সংগঠন। রক্তদানের পাশাপাশি আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,বৃক্ষ রোপন,গরীব ও অসহায় মানুষের পাশে দারানোসহ সকল মানবিক কাজে অংশগ্রহণ করে থাকি। তিনি আরও বলেন, সকলের দোয়া ও সহযোগিতা পেলে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এরকম উদ্যােগ নেওয়া হবে বলে জানান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।