ঢাকাবুধবার , ২৬ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ

সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের হাফেজের মৃত্যু !

বার্তাকক্ষ
মার্চ ২৬, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চুনারুঘাট প্রতিনিধিঃ

সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের এক হাফেজের মৃত্যু হয়েছে। তিনি সালেহাবাদ দাখিল মাদ্রাসার হিফজ শাখার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, তার নাম হাফেজ মোঃ বদরুল আলম।

তিনি চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের চাটপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

এ বিষয়ে জানা যায়, হাফেজ বদরুল আলম গতকাল বুধবার রাত ৯.৩০ মিনিটে তারাবির নামাজ পড়িয়ে ফেরার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।