ঢাকাশনিবার , ২৯ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ

চুনারুঘাটে ছাত্রদলের ইফতার ও আলোচনা সভা

বার্তাকক্ষ
মার্চ ২৯, ২০২৫ ৪:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

জসিম উদ্দিন, চুনারুঘাট প্রতিনিধিঃ

চুনারুঘাটে ছাত্রদলের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চুনারুঘাট উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে শুক্রবার (২৮ মার্চ) চুনারুঘাট সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সাবেক মহিলা সংরক্ষিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার শিফা। তিনি আলোচনা সভায়, ফ্যাসিবাদের অবসানের পর নতুন বাংলাদেশের অভিযাত্রা নিয়ে কথা বলেন। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বিএনপির প্রতি জুলুম ও নির্যাতন এবং ইস্পাত কঠিন আন্দোলন ও সংগ্রামের কথা সকলকে স্মরণ করিয়ে দেন।

ইফতার মাহফিলে চুনারুঘাট উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কর্মীরা অংশগ্রহণ করেন।

এতে আরো বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপি নেতা শফিকুর রহমান, এজাজ ঠাকুর চৌধুরী। চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়া, চুনারুঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইফুর রহমান সুজন, সদস্য সচিব শাহ প্রান্ত সহ আরো অনেকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।