ছাতকে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামের রাসেল ইসলামের পুকুরে এ ঘটনা ঘটে।
গত ২৯ মার্চ রাতে দুবৃর্ত্তরা বিষ প্রয়োগ করে ওই পুকুরের সব মাছ নিধন করে।
ওই ঘটনায় শনিবার ছাতক থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানিয়ে রাসেল ইসলাম বলেন, এর পূর্বে গত ২৫ মার্চ দিবাগত রাতে তার মুদির দোকান থেকে নগদ ৫ হাজার ৭০০ টাকা সহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি হয়। এরপর পুকুরে বিষ দিয়ে মাছ নিধন। পূর্ব শত্রুতার জেরে এমনটি ঘটতে পারে বলে তিনি সন্দেহ করছেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।