ঢাকামঙ্গলবার , ১ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ

সুন্দরগঞ্জে জমি দখলের অভিযোগ

বার্তাকক্ষ
এপ্রিল ১, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনজল গ্রামে আদালতের আদেশ অমান্য করে জোর পূর্বক জমি দখল করে অবকাঠামো নিমার্ণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে রেজওয়ানুল কবির রিজু গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বামনজল গ্রামের জাহেদ আলী গংদের নিকট হতে ১৯৯৩ সালে ১০৭ শতক জমির মধ্যে হতে ৩৩ শতক জমি ৪৪২০ নং দলিলমূলে ক্রয় করে এবং ১৯৯৮ সালে আরও ৩৬ শতক জমি ৮৯১ নং দলিলমূলে ক্রয় করেন আবুল কাশেম সরকার। দীর্ঘদিন ভোগ দখলের পর আবুল কাশেম ২০২৩ সালে ১৩৮০৮নং হেবার ঘোষণামূলে ৩৬ শতক জমি তার দুই সন্তান রেজওয়ানুল কবির রিজু ও রেজাউল করিম রেজার নামে দলিল করে দেয়। সম্প্রতি সাখাওয়াত হোসেন ও তার লোকজন উক্ত জমি অবৈধভাবে দখল করে অবকাঠামো নিমার্ণ বরেন। অভিযোগকারী রেজওয়ানুল কবির রিজু বলেন, ওই জমিতে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। যার মামলা নং ২৫/২৪। প্রতিপক্ষগণ অন্যায়ভাবে জমি দখল করে অবকাঠামো নিমার্ণ করেছে। তিনি ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। সাখাওয়াত হোসেন বলেন, অভিযোগকারীর পিতা আবুল কাশেম সরকার দিক উল্লেখ করে জমি ক্রয় করেনি। জমির মালিকের ওয়ারিশগণের নিকট হতে দিক উল্লেখ করে অবশিষ্ট জমি ক্রয় করে সেখানে অবকাঠামো নিমার্ণ করা হচ্ছে। অবৈধভাবে জমি দখল করার অভিযোগটি মিথ্যা। আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা নিস্পত্তি হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।