নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।
দুপুর সোয়া ১২টায় ট্রেনের বগিতে আগুন লাগে। আগুন লাগা বগিটিকে অন্যান্য বগি থেকে আলাদা করে ফেলা হয়েছে। আপাতত ওই পথে ট্রেন চলাচল বন্ধ আছে। ট্রেনের যাত্রী সাইফুল ইসলাম জানান, শ্রীপুর থেকে ছেড়ে আসার পর সাতখামাইর রেলস্টেশনের কাছাকাছি ট্রেনের সর্বশেষ বগিতে হঠাৎ আগুন দেখা যায়। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ট্রেন সেখানে থামানো হয়।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. সাইদুর রহমান বলেন, মহুয়া কমিউটার ট্রেনের বগিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।