হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশিরি এলাকায় পুণ্যস্নানে শতমুখার মেলা বান্নীতে সনাতন ধর্মাবলম্বীদের ঢল নেমেছে। শনিবার (৫ এপ্রিল) কালিশিরি এলাকায় এ স্নান উৎসব শুরু হয়। এখানে সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনার মধ্য দিয়ে নিজেদের পবিত্রতা ও সবার মঙ্গলের প্রত্যাশায় অষ্টমীর স্নানে অংশ নেন। এ ছাড়াও হবিগঞ্জ জেলার ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে পূণ্যার্থীর সমাগম ঘটেছে এ শতমুখার মেলা বান্নীতে। অষ্টমীর স্নান উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারও দিনব্যাপী অষ্টমীর মেলা বসেছে। এ মেলায় নাড়ু, গজা, সাজ-ঝুড়ি, জিলাপি, মিষ্টির দোকান, খেলনা সামগ্রী, কসমেটিক সামগ্রী ছাড়াও বাঁশ বেতের আসবাবপত্র নিয়ে হাজির হয়েছে। শতমুখার মেলার আয়োজক কমিটি জানিয়েছে, সনাতন ধর্মের অন্যতম উৎসব অষ্টমী স্নান। অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই উৎসবে। পূণ্যস্নান, পূজা-অর্চনা ও অষ্টমীর মেলাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান সবার মাঝে আনন্দ বিরাজ করছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম জানান, পূণ্যস্নান ও অষ্টমীর মেলাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ হয়ে কাজ করেছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।