হবিগঞ্জের চুনারুঘাটে কুখ্যাত মাদক সম্রাট ফয়সলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। জানা যায়, উপজেলার ২ নং আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মানিক মিয়ার ছেলে ফয়সল মিয়া (৪২) দীর্ঘদিন ধরে গুইবিল সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার করে আসছে। তার মাদক ব্যবসার খপ্পরে পড়ে এলাকার যুবসমাজ ধ্বংস হচ্ছে। ফয়সলের মাদক ব্যবসায় বাধা দিলেই, যারা বাধা দেয় তাদের উপর নেমে আসে অমানুষিক নির্যাতন। এমনকি ফয়সলের পরিবার তার মাদক ব্যবসায় বাধা দিলে ভাই ভাবিকে মারধর করে হত্যার হুমকি দেয় এবং তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিগত ২০২৪ সালের ৯ অক্টোবর চুনারুঘাট থানায় তার ভাইয়ের স্ত্রী আজিজুন্নাহার জলি বাদী হয়ে ফয়সলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি দায়ের করেন। থানায় সাধারণ ডায়েরি দায়ের করার পর থেকে মাদক সম্রাট ফয়সল তার ভাই প্রবাসী বিল্লাল, শাহিন ও সায়েদের বাড়িঘরে ভাংচুর করে। মাদক সম্রাট ফয়সলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার প্রবাসী ভাইদের স্ত্রীরা বর্তমানে বাড়ি ঘরে বসবাস না করে চুনারুঘাট শহরে ও হবিগঞ্জ শহরে ভাড়াবাসায় বসবাস করছেন। উল্লেখ্য যে, ২০১৮ সালের ৩ জুলাই ফয়সলের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক আইনে মামলাসহ আরো ৩/৪ টি মামলা রয়েছে। ভুক্তভোগী এলাকাবাসী মাদক সম্রাট ফয়সলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।