ঢাকাবুধবার , ৯ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ

গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে চুনারুঘাট জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বার্তাকক্ষ
এপ্রিল ৯, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জসিম উদ্দিন, চুনারুঘাট

৯ এপ্রিল বুধবার বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে চুনারুঘাট উপজেলা জামায়াতের আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চুনারুঘাট উপজেলা আমীর মাওলানা ইদ্রিস আলী-এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি চুনারুঘাট মধ্যে বাজার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে মোহাম্মদ আলী গোল চত্বরে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ৫ নং ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম , চুনারুঘাট উপজেলা সেক্রেটারি মীর সাহেব আলী, সহকারী সেক্রেটারী ফুয়াদ হাসান, বায়তুল মাল সম্পাদক এসএম নোমান,সমাজকল্যাণ সম্পাদক কাজী আব্দুল খালেক, কর্মপরিষদ সদস্য এমদাদুল হক চৌধুরীসহ ১০ টি ইউনিয়নের নেতৃবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।