ছাতকে আমির উদ্দিন (৩৮) নামের এক হাঁস খামারির বজ্রপাতে মৃত্যু হয়। তিনি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের আব্দুস ছালামের পুত্র। মঙ্গলবার বিকেলে ঝড়ের সময় নিজ বাড়ির পাশে খামারের হাঁস আনতে গিয়ে মাঠে বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, ঘটনার সংবাদ প্রাপ্ত হয়ে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ( নিরস্ত্র ) কামাল উদ্দিনকে
ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।