ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ

ছাতকে সড়কে একজন নিহত

প্রতিদিন বাংলাদেশ
এপ্রিল ১৬, ২০২৫ ৭:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছাতকে সড়ক দুর্ঘটনায় সামছু মিয়া নামের এক বৃদ্ধ মৃত্যু বরণ করেন। মঙ্গলবার বিকেলে ছাতক-সিলেট সড়কের তাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার নোয়ারাই ইউনিয়নের চরবাড়া-ভাটিপাড়া গ্রামে। স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে তিনি তাজপুর
গ্রামে তার মেয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে তিনি নামার সাথে সাথে আরেকটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর তার মৃত্যু ঘটে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, ছাতক-সিলেট সড়কের তাজপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন এ খবর তিনি
পেয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।