জেলা প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটে অবসর প্রাপ্ত সেনা সদস্যর জমি দখলের চেষ্ট ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন অবসর প্রাপ্ত সেনা সদস্য শেখ মারুফুজ্জামান , লিখিত অভিযোগে বলেন, গত ৮ বছর পূর্বে বাগেরহাট সদরের ১৬২ নং রাধাবল্লভ মৌজায় জমি ক্রয় করে শান্তি পূর্ণভাবে ভোগদখল করতে থাকি। কিন্তু স্থানিয় আমার প্রতিবেশি মোঃ ইসরাফি হাওলাদার, মোঃ বারেক শেখ, মোঃ সিফাত শেখ এর নেতৃত্বে ২৫/ ৩০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র লাঠি সোটা নিয়ে আমার ভাড়াটিয়া আকলিমা বেগমের উপর হামলা করে, আকলিমা বেগমের ডাক চিৎকারে দিলে স্থানীয় জনসাধারণের সহায়তায় প্রাণে বেঁচে যায়। উক্ত সন্ত্রাসীরা স্থানিয়দের বাধার মূখে ফিরে যাওয়র সময় আমার ভাড়াটিয়া আকলিমাকে নেমে যেতে বলে এবং আগুন দিয়ে পুড়িয়ে দিবে বলে হুমকি দেয়। উক্ত সন্ত্রাসীরা আমার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা না দিলে আমার পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দেয়। উল্লেখিত ইসরাফিল হাওলাদার ও মোঃ বারেক শেখ ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে আমার সম্পত্তি দখলের পায়ের তারা চালাচ্ছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।