ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ

কালীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিদিন ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে শুক্কুর আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।

বিষয়টি বুধবার (১৬ এপ্রিল) বিকেলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে একইদিন উপজেলার তুমলিয়া ইউনিয়নের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুক্কুর আলী কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বড়নগর গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজের সুবাদে শ্বশুরবাড়ি মানিকপুর এলাকায় অবস্থান করছিলেন।

ওসি মো. আলাউদ্দিন জানান, দুপুরের দিকে শুক্কুর আলী ফসলের মাঠে কাজ করছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে সঙ্গে সঙ্গে বজ্রপাত ঘটে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন তাকে মাঠে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন।

ওসি আরো জানান, প্রাকৃতিক দুর্যোগে সচেতনতা জরুরি বাংলাদেশে প্রতি বছর বর্ষা মৌসুমে বজ্রপাতে বহু মানুষ প্রাণ হারান, যার মধ্যে অধিকাংশই কৃষক ও খোলা মাঠে কর্মরত শ্রমজীবী মানুষ। তবে বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে অথবা উঁচু কোনো স্থানে অবস্থান না করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া উচিত বলে তিনি মনে করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।