ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ

রংপুরে চিকিৎসক-নার্সদের কর্মবিরতি পালন

বার্তাকক্ষ
এপ্রিল ১৬, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শাহাদৎ হোসাইন,রংপুর 

রংপুরের তারাগঞ্জে এক নারী চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার এবং কর্মস্থলে চিকিৎসক-নার্সদের নিরাপত্তার দাবিতে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করেছে। ফলে এক ঘণ্টা স্বাস্থ্য কমপ্লেক্সেটির বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ ছিল। আজ ১৫ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এসময় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেহেদী হাসান, ডা. জহুরুল ইসলাম, ডা. ফকরুল আলম, ডা. হুমাযুন কবীর, ডা. ফারজানা অঁাখি, ডা. মিজানুর রহমান, সিনিয়র স্টাফ নার্স বীণা রানীসহ চিকিৎসক, নার্স ও স্টাফরা বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে দঁাড়িয়ে কর্মবিরতি পালন করেন। আরএমও মেহেদী হাসান বলেন, ‘তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃসত্ত্বা এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কেউই গ্রেফতার হয়নি। এতে চিকিৎসক, নার্স ও স্টাফরা নিরাপত্তাহীনতায় ভুগছে। কর্মস্থলে আমাদের সহকর্মীদের ওপর হামলার ঘটনাকে আমরা নিন্দা জানাই। সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার এবং কর্মস্থলে চিকিৎসক নার্স ও স্টাফদের নিরাপত্তার দাবিতে বহির্বিভাগে এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। তিনি বলেন, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা না হলে আরও কঠোর আন্দোলন করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজাত সাহা বলেন, জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে সঙ্গতি রেখে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন চিকিৎসক, নার্স ও স্টাফরা। তিনি বলেন, তারাগঞ্জে এক নারী চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার দাবিতে কর্মবিরতি পালন করেছে চিকিৎসক, নার্স ও স্টাফরা। কর্মবিরতি শেষে বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।