ঢাকাবৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ

আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রতিদিন বাংলাদেশ
এপ্রিল ১৭, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিনিধি, আত্রাই (নওগাঁ) :

নওগাঁর আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। সে উপজেলার ভৌঁপাড়া ইউনিয়নের শিমুলিয়া (পশ্চিম পাড়া) গ্ৰামের রাজু আহমেদের স্ত্রী।
রাজুর বোনজামাই রবিউল ইসলাম জানান,বুধবার রাতে তারা এক সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে। পরে রাত এগারোটার দিকে তাদের ১১ মাসের বাচ্চা কান্নাকাটি করলে রাজুর ঘুম ভেঙ্গে যায়। পরে সে তার স্ত্রীকে তার নিজ শয়ন ঘরের বাঁশের ডাপের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। এবং তার সে চিৎকার চেঁচামেচি করতে থাকলে আশেপাশে থাকা বাড়ির লোকজন এসে জড়ো হয় বলে জানান তিনি। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্ত করার জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।