রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ার চেষ্টা করায় এক কলেজ ছাত্রীকে আটক করা হয়েছে। আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলার সুতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১২ নম্বর কক্ষে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে। জানা যায়, গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মোছা. আফরিন আক্তার অরথি (রোল নম্বর ৯৫২০১৮) অসুস্থতার অজুহাত দেখিয়ে পরীক্ষায় অনুপস্থিত থাকে। তার পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে আসে তার ফুফাতো বোন মোছা. শাহারিয়ার জান্নাতি অনামিকা (১৯)। তিনি পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী। পরীক্ষা চলাকালে কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকারের সন্দেহ মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে তল্লাশি করে প্রক্সি পরীক্ষার্থীকে আটক করেন। পরে প্রকৃত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ সময় কেন্দ্র পরিদর্শনে থাকা প্রশাসনিক কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে কেন্দ্র সচিব বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলফিকার আলী ভুট্টো বলেন, আটককৃত শাহারিয়ার জান্নাতিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।