ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ

মাধবপুরে অভিযান: ১৩ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিদিন বাংলাদেশ
এপ্রিল ২১, ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

মো:গোলাম রহমান লিমন, স্টাফ রিপোর্টার॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বড়ধুলিয়া এলাকায় পুলিশের অভিযানে ১৩ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে মাধবপুর থানার এসআই সাইদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের আরজু মেম্বারের ছেলে আজাদ মিয়া (৩৮) এবং বানিয়াচং উপজেলার কবিরাজ পাড়ার অলিউর রহমান আনহার (২৫)। অভিযানের সময় তাদের কাছ থেকে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, সীমান্তবর্তী এই অঞ্চলে মাদক পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় সম্প্রতি প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।