ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ

চুনারুঘাটে এসএসি পরীক্ষা কেন্দ্র থেকে ২৩ জন শিক্ষককে অব্যাহতি

বার্তাকক্ষ
এপ্রিল ২১, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

জামাল হোসেন লিটন :

হবিগঞ্জের চুনারুঘাটে চলামন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার দ্বায়িত্ব থেকে একটি কেন্দ্রের সব শিক্ষককে অব্যাহতি দিয়েছে প্রশাসন। সোমবার (২১ এপ্রিল) চুনারুঘাট সরকারী কলেজ কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন সময়ে তাদেরকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী। তিনি জানান, সোমবার চুনারুঘাট সরকারী কলেজ কেন্দ্রে হাজী আলীম উল্লাহ সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের দাখিল বাংলা প্রথম পর্বের পরিক্ষা ছিল। নিয়মিত কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে উক্ত কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শনকালে নৈব্যত্তিক পরীক্ষার সময় অধিকাংশ শিক্ষার্থীকে একই সেটে পরীক্ষা দিতে দেখা যায়। অথচ সরকারী নির্দেশনা অনুযায়ী ভিন্ন ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ার কথা। তাই দ্বায়িত্বে অবহেলার কারণে কেন্দ্রের সকল শিক্ষককে (২৩ জনকে) পরীক্ষার দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।

এদিকে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষককদের নাম ঠিকানা চাইলে উপজেলা মাধ্যমমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা তথ্য দিতে টালবাহানা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।